আজ মঙ্গল বার সকাল ১০টায় সারা দেশের জেলা প্রশাসকদের সঙ্গে আয়োজিত ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী তার দেওয়া ভাষনে বলেন
নববর্ষের অনুষ্ঠান আমরাই শুরু করেছিলাম। কিন্তু তাও আমাদের বন্ধ রাখতে হচ্ছে। মানুষের কল্যাণেই এ অনুষ্ঠান না করার অনুরোধ আপনাদের।
এ বছর নববর্ষের সব ধরনের অনুষ্ঠান বন্ধ থাকবে। করোনাভাইরাস মোকাবিলায় আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসে টানা ১০ দিনের ছুটি চলছে।
এবং সরকারের ঘোষণা করা ছুটির মেয়াদ সীমিত আকারে বাড়বে বোলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এ ভিডিও কনফারেন্সে যোগ দেন।
ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসকেরা তাঁদের নিজ নিজ জেলার প্রস্তুতির অবস্থা প্রধানমন্ত্রীকে জানান। তাঁদের কথার সূত্র ধরে প্রধানমন্ত্রী তাদের বিভিন্ন পরামর্শ দেন।