তিন মাসের ব্যবধানে করোনা নামোক ভাইরাসটি বিশ্বের ২০৫টিরও বেশি দেশ ছড়িয়ে পড়েছে। ওয়ার্ল্ডোমিটার, জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী এসকল দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩৪৭৬৭৬ মানুষ। এবং মৃত্যু হয়েছে ৭৪৭৪৪ জনের। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতি মূহুর্তে বেড়েই চলেছে।
বিশ্ব জুড়ে গবেষক দের তোড়জোড় চলছে কোভিড১৯এর চিকিৎসায় ভ্যাকসিন বা ওষুধ বানাতে । যুক্তরাষ্ট্র, চীনসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের প্রতিষেধক টিকা তৈরিতে কাজ করে যাচ্ছেন অনেকে।
এবার যুক্তরাষ্ট্রের একদল গবেষক তাদের আবিষ্কৃত টিকা বিভিন্ন প্রাণীর ওপর প্রয়োগ করে এর কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হয়েছেন। তারা টিকাটি মানবদেহে প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের অনুমোদনের অপেক্ষা করছেন। তাদের আশা চলতি সপ্তাহেই ৪০ জন সুস্থ প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবকের ওপর টিকাটি প্রয়োগ করতে পারবেন।
আরো পড়ুন
- বরাদ্দকৃত অনুদান চুরি ও লুটপাটকারীদের প্রকাশ্যে মৃত্যুদন্ড দেওয়া উচিত, ড. কর্নেল (অব) অলি আহমদ।
- আগামী সপ্তাহ থেকে দিনে অন্তত দুই হাজার জনের শরীরে করোনাভাইরাসের অ্যান্টিবডি টেস্ট করা হবে, গভর্নর অ্যান্ড্রু কুমো।
- আবদুল মাজেদের ফাঁসি কার্যকর।
- নড়াইলে বিআইডাব্লিউটিসি চেয়ারম্যানের উদ্যোগে ১০০০ মানুষকে সহায়তা প্রদান
- করোনা চিকিৎসায় ২০টি দেশকে বিনামূল্যে ওষুধ দিচ্ছে জাপান।
যুক্তরাষ্ট্রের ইনোভিও ফার্মাসিউটিক্যাল করোনাভাইরাসের সম্ভাব্য এই পরীক্ষামূলক প্রয়োগ শুরু করবে। যুক্তরাষ্ট্রে ইনোভিওর তৈরি ‘ইনো-৪৮০০ মানব দেহে পরীক্ষা শুরুর জন্য দ্বিতীয় সম্ভাব্য করোনাভাইরাস প্রতিষেধক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইনোভিও তাদের আবিষ্কৃত টিকা তৈরিতে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে।
ইনোভিও এই পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেক স্বেচ্ছাসেবক চার সপ্তাহের ব্যবধানে দুই ডোজ ইনো-৪৮০০ টিকা পাবে। প্রতিষ্ঠানটি আশা করছে তারা দ্রুত পরীক্ষা শেষে গ্রীষ্মের শেষে ইতিবাচক ফল পাবে। যদি পরিকল্পনা মাফিক কার্যক্রম সম্পন্ন হয় তবে প্রতিষ্ঠানটি করোনাভাইরাসের বিরুদ্ধে টিকার কার্যকারিতা মূল্যায়নের জন্য আরো একটি গবেষণা শুরু করবে।
ইনোভিওর প্রেসিডেন্ট ও সিইও ড. জে. জোসেফ কিম বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে আমরা আরো একধাপ এগিয়ে যেতে সক্ষম হয়েছি। নিরাপদ ও যথাযথ ওষুধ ছাড়া কোভিড-১৯ হুমকি মোকাবেলা করা অসম্ভব। এই ভাইরাস আমাদের জীবন যাপনকে দুর্বিষহ করে তুলেছে।
সূত্র: দ্য হিল।